parbattanews

বিজিবির আন্ত: ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি‘র খাগড়াছড়িতে আন্ত: ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বুধবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ২৩ বিজিবি ব্যাটালিয়ন সদরে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিজিবি‘র গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো: আব্দুল হাই পিএসসি, জি+।

গুইমারা সেক্টরের তত্বাবধানে এবং যামিনীপাড়া জোনের ব্যবস্থাপনায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি‘র দক্ষিণ-পূর্ব রিজিয়নের ১৩ টি ব্যাটালিয়নএ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে। ৫ আগস্ট এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ২৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো: মাহমুদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন ২৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো: মাহমুদুল হক, বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি‘র দক্ষিণ-পূর্ব রিজিয়নের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো: রাহাত নেওয়াজ পিএসসি, বিজিবি’র গুইমারা সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো: হামিদ উর রহমান টিই, ২৩ বিজিবি’র উ-অধিনায়ক মেজর মো: রফিকুল ইসলাম, মেজর সৈয়দ আনসার মোহাম্মদ কাউছার পিএসসি, সিগন্যাল সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

কাবাডি খেলাটি পরিচালনা করেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য আন্তর্জাতিক কাবাডি রেফারী এস এম এ মান্নান। খেলায় ২৮-১৭ পয়েন্টে চট্টগ্রামের ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নকে হারিয়ে শিরোপা লাভ করে ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। খেলায় শ্রেষ্ঠ প্রবীন খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের নায়েব সুবেদার মো: তরিকুল ইসলাম এবং শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের খেলোয়াড় মো: আল-আমিন।

Exit mobile version