parbattanews

বিজিবি’র ধাওয়ায় অস্ত্র ফেলে পালিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা

20161124_143848-2-copy

রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলার  একটি প্রত্যন্ত পাহাড়ি  এলাকায়  বৃস্পতিবার  দুপুরে বিজিবির ধাওয়া খেয়ে  অস্ত্র ফেলে পালিয়েছে  উপজাতীয়  সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীদের  ফেলে যাওয়া এক রাউন্ড  গুলিভর্তি একটি  পিস্তল উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  দুপুর ১টার দিকে গোপন সূত্রে রামগড়  উপজেলার  ব্রতচন্দ্র পাড়া নামক প্রত্যন্ত এলাকায় উপজাতীয়  সন্ত্রাসীরা অবস্থান করার  খবর পায় বিজিবি। রামগড়স্থ ৪৩ বিজিবির সুবেদার আব্দুল বাছেদ’র  নেতৃত্বে  একটি দল  তাৎক্ষনিকভাবে ওই এলাকায় অভিযানে যায়। এ সময় বিজিবির সদস্যরা সন্ত্রাসীদের ধরতে পিছু ধাওয়া করলে  তারা  একটি  ব্যাগ ফেলে গভীর  জঙ্গলের ভিতরে পালিয়ে  যায়।

পরে বিজিবি ঐ ব্যাগ থেকে গুলিভর্তি  অবস্থায়  একটি  পিস্তল উদ্ধার করে। অস্ত্রটি রামগড়  থানায় জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি  মামলা রুজু করা হয়েছে বলেও জানা গেছে।

Exit mobile version