parbattanews

বিজিবি ও বিজিপি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশ-মায়ানমার ফ্রেন্ডশীপ ব্রীজ সংলগ্ন সীমান্ত পিলার-৩১/১-এস এর সন্নিকটে বাংলাদেশ পার্শ্বে বিজিবি ও বিজিপি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ সময় ১১ টা থেকে ১২: ৪০ পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)র সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ, বিপিএম-সেবা, জি+ এর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল এবং প্রতিপক্ষ নম্বর (১) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ, তমব্রু লেফট, মংডু, মায়ানমার এর অধিনায়ক Police Lieutenant Colonel Kyaw Win Hlaing এর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

পতাকা বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরস্পরের মধ্যে শুভেচ্ছা উপহার বিনিময় করা হয়।

বিজিবি ও বিজিপি কর্তৃপক্ষ তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পূর্বের ন্যায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। অতঃপর শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক সমাপ্ত হয়।

Exit mobile version