parbattanews

বিজিবি কর্তৃক দু্ইটি বার্মিজ গরু ও ৭১ক্যান বার্মিজ বিয়ার আটক

বিজ্ঞপ্তি:

সোমবার আনুমানিক রাত ২টার সময় ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ’র তুমব্রু বিওপি’র সদস্যগণ নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপি’র তুমব্রু ফকিরা ঘোনা নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন ৬০,০০০(ষাট হাজার) টাকা মূল্যের ২টি বার্মিজ গরু আটক করে।

অপর অভিযানে মঙ্গলবার ভোর ৬.৩০টার দিকে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ’র বালুখালী বিওপির সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপি’র রহমতেরবিল জোড়া ব্রীজ নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় মালিক বিহীন ১৭,৭৫০(সতের হাজার সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের ৭১ক্যান বার্মিজ বিয়ার জব্দ করতেও সক্ষম হয়। উভয় অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য ৭৭,৭৫০(সাতাত্তর হাজার সাতশত পঞ্চাশ) টাকা।

জব্দকৃত গরু বালুখালী শুল্ক কার্যালয়ে জমা করা হবে এবং বিয়ার ব্যাটালিয়ন সদরে জমা রেখে পরবর্তীতে পর্ষদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলেও জানানো হয়।

Exit mobile version