parbattanews

বিজিবি মহাপরিচালকের টেকনাফ সফর : মাদক দমনের উপর গুরুত্বারোপ

কক্সবাজার প্রতিনিধি:

বর্ডার গার্ড বাংলাদেশ’র মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম দুই দিনব্যাপী টেকনাফ সফর করে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ও টহলদান কার্যক্রম পরিদর্শন করেছেন।

এ সময় তিনি সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতির সাথে একমত পোষণ করে মাদক চোরাচালান দমনে সবাইকে আরও আন্তরিক এবং কঠোর হওয়ার আহ্বান জানান।

সোমবার(১০ ডিসেম্বর) সকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং কোয়ার্টার গার্ড এলাকায় বৃক্ষ রোপন করেন। এ সময় কক্সবাজারের রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আইনুল মোর্শেদ খান পাঠান, রামু সেক্টর কমান্ডার কর্নেল এসএম বায়েজীদ খান, পিবিজিএম, পিএসসি, ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরীসহ অন্যান্য সফরসঙ্গী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তিনি গত ৯ডিসেম্বর অত্র ব্যাটালিয়নে আগমনকালে টেকনাফের শীলখালী ও কচ্ছপিয়া মৌজায় ক্রয়কৃত  (টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সংলগ্ন) বিজিবি ওয়েল ফেয়ার ট্রাস্টের জমি পরিদর্শন করেন এবং টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টেকনাফ জেটিঘাটে নাফ নদীতে জলযান যোগে বিজিবি সদস্যদের টহল কার্যক্রম পর্যবেক্ষণ করেন। উক্ত স্থানে উপস্থিত সকল অফিসারের সাথে মতবিনিময়কালে তিনি মাদকের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানের সাথে একাত্মতা ঘোষণা করে যে কোনো মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরন করা, সকলকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং সীমান্তে মাদক ও চোরাচালান রোধে আভিযানিকভাবে আরও কার্যক্ষম করার নির্দেশ দেন। ব্যাটালিয়ন সদরে এসে সীমান্তে সদ্য স্থাপিত ‘‘স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের’’ এর অংশ হিসেবে ‘‘বর্ডার সার্ভেইল্যান্স এন্ড রেসপন্স সিস্টেম’’ এর কট্রোল রুম পরিদর্শন করেন।

উল্লেখ্য যে, অত্র ব্যাটালিয়নের সাথে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সাথে ৫৪ কি. মি. জলসীমা রয়েছে। উক্ত জলসীমায় মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তে অবৈধ চলাচল, চোরাকারবারীদের (বিশেষ করে ইয়াবা পাচারকারী) গতিবিধি ও অন্যান্য আন্তঃ সীমান্ত অপরাধসমূহ মনিটরিং করতঃ দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মহাপরিচালকের দিক নির্দেশনায় অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা উক্ত ‘‘বর্ডার সার্ভেইল্যান্স এন্ড রেসপন্স সিস্টেম’’ এর আওতায় আনা হচ্ছে।

Exit mobile version