বিজিবি মেডিকেল টিমের চিকিৎসা সেবাই প্রাণ ফিরে পেল বাঘাইছড়ির এক কলেজছাত্রী

নিজস্ব প্রতিনিধি:
বিজিবির ৩৯ মারিশ্যা জোনের একটি মেডিকেল টিমের তাৎক্ষণিক চিকিৎসা সেবাই প্রাণ ফিরে পেয়েছে সামিরা আকতার(১৮) নামে বিষধর সাপের কামড়ে মৃতপ্রায় এক কলেজছাত্রী।

সামিরা বাঘাইছড়ির পুরান মারিশ্যার মাস্টার পাড়া গ্রামের বাসিন্দা বাবুল মিয়ার মেয়ে। এবং সে বাঘাইছড়ি উপজেলার কাচালং ডিগ্রি কলেজের ছাত্রী।

সূত্র জানায়, সামিরা বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঘর থেকে বের হয়ে বাইরে যাওয়ার পথে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসা সেবা না পেয়ে মারিশ্যা বিজিবিকে খবর দেয়া হয়।

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৩৯ মারিশ্যা জোনের কমান্ডার লে: কর্নেল রবিউল ইসলাম সিগন্যালের তাৎক্ষণিক পদক্ষেপে বিজিবির একটি মেডিকেল টিম সেখানে যায়। পরে সামিরার শরীরে তৎক্ষণাৎ একটি ইনজেকসন পুশ করলে সুস্থ হয়ে উঠে সে।

এদিকে মারিশ্যা বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে প্রাণ ফিরে পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে সামিরার পরিবার।

বিজিবির ৩৯ মারিশ্যা জোনের কমান্ডার লে: কনেল রবিউল ইসলাম সিগন্যাল এ বিষয়ে বলেন, আমরা পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীকে বিভিন্নভাবে সহায়তা করে আসছি। এরই ধারাবাহিকতায় আমরা সামিরার পাশে দাঁড়িয়েছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন