parbattanews

বিজয় দিবস পালনে রামুতে প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা

ramu-news-reaz-ul-pic-30-nov-01-copy

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে কক্সবাজারের রামুতে প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রামু উপজলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম। এতে আরও বক্তব্য রাখেন  উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, মহিলা চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, রামু উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ নিকজারুজ্জামান, রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, রামু মুক্তিযোদ্ধা  কমান্ডার চেয়ারম্যান নুরুল হক, প্রকৌশলী এলজিইডি মাসুম আল মামুন,  উপজেলা শিক্ষা অফিসার মোঃ সালামত উল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা, বিল্লাল হোসেন খন্দকার, হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, শিক্ষক সুকুমার বড়ুয়া বুলু, শিল্পী বশিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোকদার আলম হেলালী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ করিম, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন মাষ্টার প্রমূখ।

সভার প্রধান অতিথি  উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের প্রেরনার উৎস। বিজয় দিবসের চেতনাকে ধারণ করে সবাইকে এগিয়ে যেতে হবে। অনেক ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে বাংলার বীর সন্তানেরা স্বাধীনতা অর্জন করেছেন। এ বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করা সকলের দায়িত্ব ও কর্তব্য।

Exit mobile version