parbattanews

বিতর্কিত আম্পায়ারিং: খাগড়াছড়িতে ক্রিকেট ভক্তদের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

khagrachari 1 copy
নিজস্ব প্রতিনিধি:
বিশ্বকাপ ক্রিকেটের ভারত-বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচে বিতর্কিত আম্পায়ারিং এর মাধ্যমে বাংলাদেশের স্বপ্ন ধুলিষ্যৎ করার অভিযোগে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে মানব-বন্ধন, বিক্ষোভ মিছিল ও তিন আম্পায়ারদের কুশপুত্তলিকা দাহ করেছে ক্রিকেট প্রেমীরা।

শুক্রবার বিকালে জেলার গুইমারা সাংবাদিক ফোরামের সামনে সামাজিক সংগঠন “বন্ধুর বন্ধন” এর ব্যানারে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও বিতর্কিত তিন আম্পার (ইয়ান গোল্ড, আলিমদার, স্টিভ ডিভিজ) এর কুশপুত্তলিকা দাহ করেছে ক্রিকেট ভক্তরা।

গুইমারা সাংবাদিক ফোরামের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গুইমারা উচ্চ বিদ্যালয়ের সামনে আম্পায়ারদের কুশপুত্তলিকা আগুন দেয় বিক্ষুব্ধরা। এতে কয়েকশ ক্রিকেট ভক্ত অংশগ্রহণ করেন।

এর আগে বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, বাংলাদেশ ক্রিকেট খেলে হারেনি, ক্রিকেট মোড়ল ভারতের টাকার কাছে বিক্রি হয়ে আম্পায়াররা ভুল সিন্ধান্ত দিয়ে বাংলাদেশকে হারিয়েছে। ক্রিকেট নামক ভদ্রলোকের এ খেলাটি আজ মোড়লদের কাছে জিম্মি যা বিশ্বের মানুষ বাংলাদেশ-ভারতের ম্যাচে দেখেছে। বক্তারা এসব আম্পায়ারদের কুলাঙ্গার আখ্যায়িত করে তাদের বহিস্কার ও শাস্তি দাবী করেন।

Exit mobile version