বিদায়বেলায় যে বার্তা দিলেন রোনাল্ডো

fec-image

কাতার বিশ্বকাপে পর্তুগাল কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছে। তবে রোনাল্ডো এটা মেনে নিতে পারছেন না । কারণ, এই পর্তুগিজ নাবিকের হাতেই তো বদলেছে ফুটবলের অনেক রঙ, মোহে ভরেছে অনেক প্রেমময় রাত-দিন। তারপরও শেষ বিশ্বকাপ মাঝপথে শেষ করা রোনাল্ডোকে ভোগাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় সেকথাও অনেকটা পরিষ্কার করেছেন এই তারকা।

সামাজিক মাধ্যমে রোনাল্ডো লিখেছেন- আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং উচ্চাভিলাষী স্বপ্ন ছিলোপর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা ছিল ।
আমার সৌভাগ্যবশত, পর্তুগালসহ আন্তর্জাতিক পর্যায়ে আমি অনেক শিরোপা জিতেছি। কিন্তু বিশ্বকাপ জিতে পর্তুগালের নাম সর্বোচ্চ পর্যায়ে লেখা ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন। আমি ওই স্বপ্নের জন্য লড়াই ও কঠোর পরিশ্রম করেছি।’

রোনাল্ডো আরো লিখেছেন- ‘১৬ বছরের ক্যারিয়ারে পাঁচটি বিশ্বকাপ খেলেছি। বড় খেলোয়াড়দের পাশে পেয়েছি। লাখ লাখ পর্তুগিজের সমর্থন পেয়েছি। সবটা উজাড় করে খেলেছি। মাঠে সর্বোচ্চটা দিয়েছি। কখনো ভয়ে লড়াই করা থেকে মুখ ফিরিয়ে নেইনি। কখনো স্বপ্ন দেখা ছাড়িনি। দুঃখের বিষয় হলো, গতকাল ওই স্বপ্ন শেষ হয়ে গেছে। এই কষ্ট বোঝানোর মতো নয়।’

তিনি বলেন, ‘আপনাদের জানাতে চাই যে, আমাকে নিয়ে অনেক কিছু বলা হয়েছে, লেখা হয়েছে, ধারণা করা হয়েছে। তাতে পর্তুগালের প্রতি আমার আত্মনিবেদন একটুও কমেনি। আমি সবসময় সকলের সঙ্গে লড়াই করার মন্ত্রে অবিচল ছিলাম এবং আমার সতীর্থ ও দেশের দিক থেকে কখনও মুখ ফিরিয়ে নেইনি। আর কিছু বলার নেই। ধন্যবাদ পর্তুগাল। ধন্যবাদ কাতার, যতক্ষণ স্বপ্ন টিকে ছিল তা সুন্দর ছিল।’

রোনাল্ডো শেষ দুই ম্যাচে পর্তুগালের বেঞ্চে ছিলেন। বদলি হয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি। যে কারণে তাকে নিয়ে, কোচকে নিয়ে অনেক কিছু লেখা হয়েছে, মন্তব্য করা হয়েছে। তাতে স্বপ্ন থেকে মনোযোগ একটু সরেনি তার।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাতার বিশ্বকাপ, পর্তুগাল, রোনাল্ডো
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন