parbattanews

বিদ্যালয়ে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্ব অনেক

দীঘিনালা উপজেলার সীমানাপাড়া হোসনেয়ারা মঞ্জুর বিদ্যা নিকেতনে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত হয়।

সোমবার(৯ মার্চ) প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হ্যাপী চাকমা বলেন, বিদ্যালয়ে শিক্ষকদের পাশাপাশি বাড়িতে বাবা-মা’দেরও দায়িত্ব পালন করতে হবে। তাহলে একজন শিক্ষার্থী পড়াশোনায় উন্নতি হব।

এসময় তিনি অভিভাবকদের উদ্দেশ্য আরো বলেন, আপনারা শিক্ষকদের নিকটে গিয়ে আপনাদের ছেলেমেয়েদের খোঁজ খবর নিবেন। এতে শিক্ষকরা উৎসাহিত হবেন।

দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মাইনুদ্দীন ভূইয়া।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার তুলে দেন। পরে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান|

Exit mobile version