parbattanews

বিপদসীমার ওপরে কাপ্তাই হ্রদের পানি: বাঁধ রক্ষার্থে ছাড়া হয়েছে স্প্রীলওয়ের ১৬টি গেইট

কবির হোসেন:

প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বাঁধ রক্ষার্থে স্প্রীলওয়ের ১৬টি গেইট শনিবার বেলা ১২টার দিকে ছয় ইঞ্চি করে ছেড়ে দিয়েছে।

সূত্র জানায়, বর্তমান পানি লেভেল ১০৫.৪৪ এম,এস,এল ওপর প্রবাহিত হচ্ছে। বর্ষণ ও পাহাড়ের ঢলের ফলে দিন দিন হ্রদের পানি ব্যাপকহারে বৃদ্ধি পাচেছ। যে হারে পানি বাড়তে শুরু করেছে তাতে করে স্প্রীলওয়ে পানি ৬ইঞ্চি হতে কর্তৃপক্ষ আরো বাড়াতে পারে বলে জানা যায়।

এদিকে হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার কারণে লেকের পার্শ্ববর্তী অনেক বসতবাড়ী ইতিমধ্যে তলিয়ে গেছে।

Exit mobile version