parbattanews

বিপুল উৎসাহ উদ্দিপনায় গুইমারা উপজেলার ৩ ইউনিয়নের মনোনয়ন পত্র দাখিল

capture-copy

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ির নবসৃষ্ট গুইমারা উপজেলার (সিন্দুকছড়ি, হাফছড়ি ও গুইমারা সদর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছে প্রার্থীরা।

বৃহস্পতিবার সকালে সরকার দলীয় প্রার্থী হিসেবে গুইমারা সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, হাফছড়ি ইউনিয়নে চাইথোয়াই চৌধুরী এবং সিন্দুকছড়ি ইউনিয়নে সুইনুপ্রু চৌধুরী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রিপন হোসেনের হাতে মনোনয়ন পত্র জমা দেন। এরপর সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা একে একে মনোনয়ন পত্র দেন। এসময় গুইমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: জাহাঙ্গির আলম, বিশিষ্ট সমাজ সেবক শিবু প্রসাদ ঘোষ, বাবু সমিরন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা বিএনপির সভাপতি মো: ইউসুফ মিয়ার উপস্থিতিতে দলীয় নেতাকর্মীরা মনোনয়ন পত্র জমা দেন।

এবার তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১০জন, সাধারণ সদস্য পদে ৮৮জন এবং ২৬জন মনোনয়ন পত্র জমা দেন। আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন।

Exit mobile version