parbattanews

বিভাগীয় ফুটবল টুর্ণামেন্টে ফেনী চরকৃঞ্চজয় বিদ্যালয়কে হারিয়েছে নাইক্ষ্যংছড়ি একাদশ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ

বিভাগীয় পর্যায়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজনে বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুনেচ্ছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে ফেনী চরকৃঞ্চজয় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে বান্দরবান জেলার নেতৃত্ব দেওয়া নাইক্ষ্যংছড়ির আলীমিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বুধবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের সিজেকেএস প্রশিক্ষণ মাঠে কোয়াটার ফাইনাল খেলায় ২-০ গোলে ফেনী সোনাগাজীকে পরাজিত করে তারা। একাদশের পক্ষে আলীমিয়াপাড়া বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী রোজিনা আক্তার দুই গোল করেন।

খেলায় নেতৃত্বদানকারী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীমিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উক্যঞাইন চাক রবিন জানান বৃহস্পতিবার সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি বনাম কক্সবাজারের রামুর ঈদগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে সেমিফাইনাল খেলায় মুখোমুখি হয়।

খেলায় বান্দরবান জেলা দলের পক্ষে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা সহকারী শিক্ষা অফিসার ফিরোজ আহামদ, নাইক্ষ্যংছড়ি সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আর্চায্য, আলীমিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক ইদ্রিস, অংক্যহ্লা মার্মা। এদিকে বান্দরবান জেলায় এখন পর্যন্ত বাইশারীর স্কুলটি প্রতিযোগিতা করে আসলেও খেলায় অংশগ্রহণ করা শিশুসহ প্রতিনিধিত্বকারী সদস্যরা অর্থভাবে কাজীরদেউড়ী এলাকায় একটি বিদ্যালয় ভবনে মানবেতর অবস্থান করছে।

 

Exit mobile version