parbattanews

বিভিন্ন দাবি আদায়ে কেপিএম এমডি’র অফিস ঘেরাও

কাপ্তাই প্রতিনিধি:

কর্ণফুলী পেপার মিলস লিঃ (কেপিএম) এর শ্রমিক-কর্মচারী লোকজন বেতন, ওভারটাইম, বকেয়া ভাতা আদায়ের এবং  উৎপাদন বন্ধের প্রতিবাদে দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত এমডি অফিস ঘেরাও কর্মসূচী পালন করে। শ্রমিক-কর্মচারী এবং অস্থায়ী শ্রমিকরাও এ দাবিতে উত্তাল হয়ে উঠে।

কেপিএম এম্প্লয়িজ ইউনিয়ন (সিবিইউ) সভাপতি তৌহিদ আল মাহাবুব চৌধুরী বলেন, কারখানায় উৎপাদ বন্ধ, দু’মাসের বকেয়া বেতন, ওভার টাইম, ২০% বকেয়া ভাতা, কর্মকর্তা-কর্মচারীদের দু’মাসের বেতন এবং অস্থায়ী শ্রমিকদের ৩ মাসের বেতন তিন বছরের ওনাইট এলাউন্স এর দাবিতে ব্যবস্থাপনা অফিস ঘেরাও করা হয়। দাবি মানা না হলে পরর্বতীতে আরও কঠোর কর্মসূচী দেওয়ার কথা উল্লেখ করেন।

এদিকে কেপিএম ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খান জাবেদ আনোয়ারের নিকট এ ব্যাপারে জানতে চাইলে তিনি শ্রমীকদের দাবির কথার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবি, উৎপাদন বন্ধ থাকায় বেতন দিতে দেরি হয়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে দাবি পূরণসহ সকল সমস্যা দূরীকনের কথা তিনি  উল্লেখ করেন।

Exit mobile version