parbattanews

বিমান বাহিনীর ফাইটার কনভারশন কোর্সের সনদপত্র বিতরণ

BAF-RELEASE COPY

যশোর: বাংলাদেশ বিমান বাহিনীর ২০তম ফাইটার কনভারশন কোর্সের (এফসিসি) সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার যশোরস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের একাডেমি ট্রেইনিং উইং অডিটোরিয়ামে এ সনদপত্র বিতরণী অনুষ্ঠানের আযোজন করা হয়।

বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের ৬ জন প্রশিক্ষণোত্তীর্ণ  পাইলটের মাঝে সনদপত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান পাইলটদের উদ্দেশ্যে বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে তোমরা যে দক্ষতা ও পেশাদারিত্ব অর্জন করলে, তা ভবিষ্যতে যে কোন অপারেশনাল স্কোয়াড্রনে দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখবে’’। তিনি আরো বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে ১৫ স্কোয়াড্রন বিভিন্ন আঙ্গিকে তোমাদের যে প্রশিক্ষণ প্রদান করেছে যা সত্যিই প্রশংসার দাবীদার’’।

অন্যান্যের মাঝে বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র: আইএসপিআর।

Exit mobile version