বিরোধী দলকে বাদ দিয়ে দেশে কোনো পাতাঁনো নির্বাচন করতে দেয়া হবে না: দীপেন দেওয়ান

আলমগীর মানিক,রাঙামাটি:

“সরকার বিরোধী দলকে বাদ দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার চেষ্টা চালাচ্ছে। বিরোধী দলকে বাদ দিয়ে কোনোভাবেই নির্বাচন করতে দেয়া হবে না। যে কোনো মূল্যে দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিহত করা হবে।” বৃহস্পতিবার শহরের কলেজ গেইটে এলাকায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সরকারের এমন জঘন্যতম কর্মকান্ডের বিরুদ্ধে ঘরে ঘরে আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান এসব কথা বলেন।

বিএনপি নেতা বাচ্চু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল চাকমা। জেলা তৃণমুল দলের সভাপতি জাহেদুল ইসলাম জাহিদ, জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ উদ্দ্নি, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি দেবজ্যাতি চাকমা, বিএনপি নেতা শ্বাশত চাকমা রিংকু, সোহরাব হোসেন শামীম, পৌর কাউন্সিলর বেলাল হোসেন টিটু, জেলা যুবদল নেতা রবিউল হোসেন বাবলু, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেনহর অংগ-সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেইটস্থ বটতলায় সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট দীপেন দেওয়ান আরো বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ১৮ দল কোনো নির্বাচনে অংশ নেবেনা। এদিকে কেন্দ্রীয় কর্মসুচির আলোকে রাঙামাটি জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। রাঙামাটি শহরের বনরূপা, রিজার্ভ বাজার, তবলছড়িসহ বিভিন্ন এলাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন