parbattanews

বিলাইছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় চাঁদের গাড়ি উল্টে শীতাংঙ্গ মুনি তঞ্চঙ্গ্যা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন।

শুক্রবার (৮এপ্রিল) দুপুরে দুর্গম ফারুয়া ইউনিয়নের তাড়াছড়ি বৌদ্ধ বিহারের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, তালেম মুনি তঞ্চঙ্গ্যা, সুশীলো তঞ্চঙ্গ্যা, কানংগ তঞ্চঙ্গ্যা, ক্যপতি মারমা এবং রিপন তঞ্চঙ্গ্যা। তবে আহত আরেকজনের নাম জানা যায়নি। আহতরা সকলে তাংখুতাং এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে কালাম নামে এক বিস্কুট কোম্পানির মালবাহী চাঁদের গাড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ফারুয়া বাজার এলাকা হতে তাংখুতাং যাওয়ার পথে তাড়াছড়ি বৌদ্ধ বিহারের সুউচ্চ পাহাড় অতিক্রম করার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। পরে গাড়িটি পাহাড়ের নিচে থাকা পথচারীর উপর পড়লে ঘটনাস্থলে তিনি মারা যান। এতে আরো ৫ জন পথচারী আহত হন।

ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে ছুটে যায়। তাদের পরিবারের সকলের প্রতি শোক ও সমবেদনা জানায়।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির মরদেহটি তাদের স্বজনরা নিয়ে গেছেন। যেহেতেু এলাকাটি দুর্গম, তাই মুঠোফোনে সব খবর নিচ্ছি। আহত অন্যান্যরা পাশ্ববর্তী উপজেলা কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রিস্টান মিশনারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Exit mobile version