parbattanews

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ফিকশ্চার

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠেছে আজ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দলের মাধ্যমে উদ্বোধনী ম্যাচ শুরু হয়েছে। দুই দিন পর অর্থাৎ আগামী শনিবার ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দিনের ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়। একই মাঠে একই সময়ে ইংল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ।

দিনের ম্যাচগুলো সবই শুরু হবে বেলা ১১টায়। আর দিবা-রাত্রির ম্যাচগুলো শুরু দুপুর আড়াইটায়।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলা চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে, ১৪ই অক্টোবর, শনিবার মাঠে গড়াবে এই ম্যাচটি। বিশ্বকাপের মঞ্চে ভারত ও বাংলাদেশের ম্যাচ সবসময়ই বেশ আলোচনার জন্ম দেয় এবং দুই দলের শক্তিমত্তায় বেশ তফাৎ থাকার পরেও জমে ওঠে এই লড়াই।

এবারের বিশ্বকাপে ভারত ও বাংলাদেশের মধ্যকার বড় ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে ১৯শে অক্টোবর, পুনের জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে এই ম্যাচটি।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৪শে অক্টোবর বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার, ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ।

২৮শে অক্টোবর ইডেন গার্ডেন্সে বাংলাদেশ ও কোয়ালিফায়িং টিম নেদারল্যান্ডসের মুখোমুখি হবে।

কলকাতার ইডেন গার্ডেন্সেই বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হতে যাচ্ছে। ম্যাচটি হবে ৩১শে অক্টোবর মঙ্গলবার।

৬ই নভেম্বর, ভারতের দিল্লিতে বাছাইপর্বে উত্তীর্ণ হওয়া দ্বিতীয় দলের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ১১ই নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।

বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচে আবহাওয়া বা অন্য কোনও কারণে অতিরিক্ত দিন/রিজার্ভ ডে রাখা হয়নি।

তবে সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রয়েছে, যদি কোনও কারণে নির্ধারিত দিনে খেলা না হয় সেক্ষেত্রে পরের দিন হবে।

প্রথম পর্ব বা লিগ পর্বে ১০টি দলই সবাই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে এই রাউন্ডের সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে।

ফাইনাল হবে আহমেদাবাদে আগামী ১৯ নভেম্বর। প্রায় ৪৬ দিন ধরে ভারতের ১০টি শহরে আয়োজিত হবে এই আসর। গতবারের মতো এবারও ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ হতে যাচ্ছে ১০ দলের।

এক নজরে বাংলাদেশের ম্যাচগুলো

৭ অক্টোবর বাংলাদেশ-আফগানিস্তান ধর্মশালা (দিনের ম্যাচ)

১০ অক্টোবর বাংলাদেশ- ইংল্যান্ড ধর্মশালা (দিনের ম্যাচ)

১৩ অক্টোবর বাংলাদেশ-নিউজিল্যান্ড চেন্নাই

১৯ অক্টোবর ভারত-বাংলাদেশ পুনে

২৪ অক্টোবর বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা মুম্বাই

২৮ অক্টোবর বাংলাদেশ- নেদারল্যান্ডস কলকাতা

৩১ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান কলকাতা

৬ নভেম্বর বাংলাদেশ- শ্রীলঙ্কা দিল্লি

১১ নভেম্বর বাংলাদেশ-অস্ট্রেলিয়া পুনে (দিনের ম্যাচ)

Exit mobile version