parbattanews

বিশ্বের সবচাইতে দীর্ঘ পাল্লার ক্ষেপনাস্ত্র তৈরী করলো চীন: আঘাত হানবে যুক্তরাষ্ট্রে

10340130_705639702835334_9008425343937847362_n

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের সবচাইতে দীর্ঘ পাল্লার ক্ষেপনাস্ত্র তৈরী করলো চায়না। নতুন এই ক্ষেপনাস্ত্র গোটা যুক্তরাষ্ট্রকে সরাসরি আঘাত করতে পারবে।

চীন তার নতুন আন্ত-মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র প্রকাশ করলো যার আওতায় এশিয়া, ইউরোপ, আফ্রিকা, যুক্তরাষ্ট্র তথা গোটা বিশ্বই অন্তর্ভুক্ত। Shaanxi প্রদেশের মিলিটারি ফ্যাসিলিটি Dongfeng-31 মিসাইল ডেভেলপড করে এই Dongfeng-41 (df-41) তৈরী করেছেন।

12,000 কিলোমিটার রেঞ্জ সংবলিত এই ক্ষেপনাস্ত্রটিই বর্তমান বিশ্বের সর্বোচ্চ পাল্লার ক্ষেপণাস্ত্র।
এটি একাধিক MIRV বহনে সক্ষম। চীনের এক কর্মকর্তা বলেন যে এটির মুল উদ্দেশ্য হচ্ছে আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেম ভেদ করা।

তিনি বলেন, আমেরিকা যদি দিনে দিনে নিজেদের মিসাইল ডিফেন্স (বর্ম) উন্নত করতে থাকে তাহলে আমাদের নিজেদের অস্ত্র ধারালো করা ছাড়া উপায় নেই। অস্ত্র এবং বর্ম দুটোই যুক্তরাষ্ট্রের হাতে থাকলে গোটা পৃথিবী স্বাধীনতা হারাবে।

তিনি আরো জানান যে স্যাটেলাইটের সাহায্যে নিয়ন্ত্রণ করে এই ক্ষেপনাস্ত্রটিকে বিশ্বের যে কোন স্থানে প্রেরণ করা সম্ভব।

গত জানুয়ারিতে চীন একটি হাইপারসোনিক মিসাইল ডেলিভারী সিস্টেম এর সফল পরীক্ষা চালায়।
দক্ষিণ-পূর্ব চীন সাগর এবং সাইবার হ্যাকিং নিয়ে গত কয়েক মাসে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চলছে। বেইজিং উত্তরোত্তর তার সামরিক বাজেট বৃদ্ধি করছে।

গত মাসে চীনা প্রেসিডেন্ট জিনপিং বলেন, এই দুই পরাশক্তির মধ্যে যে কোন ধরনের সংঘাত দুটো দেশ এবং পুরো পৃথিবীর জন্য ভয়াবহ ধংসযজ্ঞ ডেকে আনবে।

Exit mobile version