parbattanews

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা পরিষদের প্রস্তুতি


নিজস্ব প্রতিনিধি:
বিশ্ব পর্যটন দিবস-২০১৭ উৎযাপন উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা হয়েছে। রবিবার সকালে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

সভায় আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসের দিন সকালে ব্যানার ফেস্টুনসহ রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার হতে ক্ষুদ্র নৃ-গোষ্টী সাংস্কৃতিক ইন্সটিটিউট পর্যন্ত মোটর বাইক র‌্যালি ও র‌্যালি শেষে আলোচনাসভার সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা পরিষদের সভায় পর্যটন বিভাগের আহবায়ক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা, পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, জেলা শিক্ষা কর্মকর্তা, হোটেল, লঞ্চ, বোট মালিক সমিতির নের্তৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।

Exit mobile version