parbattanews

বিশ্ব ভালোবাসা দিবসে রাঙামাটিতে প্রতিবন্ধীদের মাঝে উপহার বিতরণ

আজ ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস। এই ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে, হিসেবে উদযাপন করা হয় বিশ্বব্যাপী। এ উপলক্ষে ‘এসো প্রতিবন্ধীদের ভালোবাস’ এ শ্লোগান নিয়ে ভলেন্টিয়াররা ফর বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পৃুর্ণবাসন কেন্দ্র এর সহযোগিতায় ৩০ জন প্রতিবন্ধীদের মাঝে ৬ মাসের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বুরহান উদ্দিন মিটু। শিক্ষা সামগ্রীর মধ্যে, খাতা, কলম, পেন্সিল, রাবার, কাটার, স্কেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্রের পরিচালক নুরুল আবসার সভাপতিত্বে ভলেন্টিয়াররা ফর বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সভাপতি মীর হাছিবুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান ইফাত, প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্রের সকল শিক্ষকসহ ভলেন্টিয়াররা ফর বাংলাদেশ এর জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সংগীতের পর পর সকল প্রতিবন্ধী সহ আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

Exit mobile version