parbattanews

বিশ্ব মানবাধিকার দিবসে মানিকছড়িতে শোভাযাত্রা ও আলোচনা সভা

“ডিগনিটি ফ্রিডম এন্ড জাস্টিজ ফর অল” বা “মানবমর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়ণতায় দাঁড়াবো সবাই মানবাধিকার সুরক্ষায়” এই প্রতিপাদ্যে এ বছর পালিত হচ্ছে ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস। দিবসটি উদযাপনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৩টায় বাজারস্থ মেঘনা লাইফ ইন্সুরেন্স কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে অফিস মিলনায়তনে উপজেলা মানবাধিকার কমিশন সাধারণ সম্পাদক মো. আহছানুল কবি আশ্রাফ ভূঁইয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি সুভাষ চক্রবর্তী। অতিথি ছিলেন, সংগঠনের উপজেলা কমিটির নির্বাহী সভাপতি বিপ্লব কান্তি দেব, সহ-সভাপতি মো. আবু তাহের ও যুগ্ম সম্পাদক দুলাল চন্দ্র মজুমদার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সুপার মাওলানা মো. সাইফুল ইসলাম প্রমুখ।

Exit mobile version