parbattanews

বিসিএস প্রশাসনে সুপারিশপ্রাপ্ত চকরিয়ার তায়েফ উল্লাহ হুজাইফ

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের আবদুল অদুদের ছোট সন্তান তায়েফ উল্লাহ হুজাইফ। তিনি ৪৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।

মেধাবী এ কৃতি সন্তান দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ও জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠের ২০১৩ ব্যাচের শিক্ষার্থী।

চট্টগ্রাম কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি ও লেদার ইঞ্জিনিয়ারিং নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার গ্রামের বাড়ি চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ওপরপাড়া। গর্বিত হুজাইফের বাবা আবদুল অদুদ কক্সবাজার জেলা শিক্ষা অফিসের একাউন্ট সেকশনে কর্মরত এবং তার গর্ভধারীনি মাতা জান্নাতুল মাওয়া পারুল কক্সবাজারের পথিকৃৎ সাংবাদিক সাহিত্যিক আবদুর রশিদ সিদ্দিকীর পৌত্রী। তার বড় ভাই নাজমুস সাকিব মার্চেন্ট মেরিন অফিসার।

হুজাইফের গর্বিত বাবা আবদুল অদুদ জানান, আমাদের পরিবারের ছোট ছেলে তায়েফ উল্লাহ হুজাইফ ৪৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় মহান আল্লাহপাকের দরবারে অজস্র শোকরিয়া জ্ঞাপন করছি। তার এ কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য সত্যি আমরা গর্বিত। আমি হুজাইফের জন্য দেশবাসীসহ সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করছি।

Exit mobile version