parbattanews

খাগড়াছড়িতে গৃহবধূর রহস্যজনক মুত্যু

1621710_1429419130628654_2023001225_n

স্টাফ রিপোর্টার :

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বিয়ের ৫ দিনের মাথায় বিলকিস আক্তার (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মুত্যুর খবর পাওয় গেছে। মেয়ের বাবা জাফর আহমেদের অভিযোগ, তার মেয়েকে অপহরণের পর পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে ভিন্ন কথা।

জানা গেছে, শান্তিনগরের বাসিন্দা তিন সন্তানের জনক রঞ্জু মিয়া(২৮) প্রতারণার আশ্রয় নিয়ে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে চৌংড়াছড়ির বাসিন্দা জাফর আহমেদের মেয়ে বিলকিস আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত ২০ জানুয়ারী এরা দু’জন খাগড়াছড়িতে এসে  কোর্ট ম্যারেজ করে। বিষয়টি জানাজানি হলে গত ২২ জানুয়ারী তাদের সামাজিকভাবে বিয়ে হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিলকিস আক্তারের পিতা জাফর আহমদ জানান, গত বুধবার দুপুরে রঞ্জু মিয়া দলবল নিয়ে তার মেয়েকে জোর পূর্বক তুলে নিয়ে যায়। রবিবার বিকালে তার মেয়েকে অসুস্থ অবস্থায় খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে আসে। ডাক্তাররা বিলকিস আক্তারকে মৃত ঘোষণা করলে রঞ্জু মিয়া পালিয়ে যায়।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ শীষ মোহাম্মদ জানান, রঞ্জু মিয়া পূর্ব বিয়ের কথা গোপন করে বিলকিস আক্তারকে বিয়ে করে।  এতে ক্ষুদ্ধ হয়ে বিলকিস আক্তার রবিবার বিকাল পৌনে ৩টায় বিষ পান করে। তাকে প্রথমে মহালছড়ি এবং পরে খাগড়াছড়ি হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

খাগড়াছড়ি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: সঞ্জিব ত্রিপুরা জানান, ময়না তদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা।

খাগড়াছড়ি সদর থানার মো: সিজানুর রহমান জানান, চিকিৎসক বিলকিস আক্তারকে মৃত ঘোষণার পর স্বামী রঞ্জু মিয়া পালিয়ে গেছে।

Exit mobile version