parbattanews

বীর পরিবার কৃতজ্ঞ: ১৯ দিন পর করোনামুক্ত পার্বত্যমন্ত্রী

করোনা সংকটকালীন সময়ে জনগণের সাথে থেকে করোনা আক্রান্ত পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ১৯দিন পর নেগেটিভ হয়েছেন।

বুধবার (২৪ জুন) মন্ত্রীর ছেলে রবিন বাহাদুর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিজের আইডিতে, বাবার সুস্থতার বিষয় জানিয়ে তিনি লিখেন, ‘আপনাদের সবার দোয়া ,আশীর্বাদে বাবার করোনা রিপোর্ট আজকে নেগেটিভ এসেছে।

আমাদের বীর পরিবার সকল মানুষের কাছে কৃতজ্ঞ। কারন এই অসময়ে অনুধাবন করেছি আপনাদের ভালোবাসা।

বান্দরবান এবং বান্দরবানের বাইরের লক্ষ লক্ষ মানুষ মসজিদ/ মন্দির/ বিহার/ প্যাগোডায় যেভাবে প্রার্থনা করেছেন এবং সবসময় খবরাখবর নিয়ে সাহস যুগিয়েছেন তা সত্যিই ভাষায় প্রকাশ করার নয়। সবশেষে বলবো আপনাদের ভালোবাসার কাছে আমরা ঋনী। ভালো থাকবেন। নিরাপদে থাকবেন।’

গত ৬ জুন করোনাভাইরাসে আক্রান্ত হলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে পরেরদিন উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছিল।

Exit mobile version