বীর বাহাদুর উশৈসিংয়ের বাসায় অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতকে জড়ানোর অপচেষ্টা নিন্দনীয় : জেলা জামায়াত

fec-image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাসায় অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতে ইসলামীকে জড়ানোর অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বান্দরবান জামায়াতে ইসলামী।

শনিবার (২০ ডিসেম্বর) বান্দরবান পার্বত্য জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জেলা জামায়াতে ইসলামীর আমীর এস. এম. আব্দুচ সালাম আজাদ, নায়েবে আমীর অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম এবং জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত ১৮ ডিসেম্বর ২০২৫ গভীর রাতে বান্দরবান শহরে যে সহিংস ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

বিবৃতিতে বলা হয়, প্রতিবাদের নামে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে অগ্নিসংযোগ কিংবা প্রতিহিংসামূলক কোনো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জামায়াতে ইসলামী এ ধরনের সহিংস কর্মকাণ্ডকে সমর্থন করে না এবং এসব ঘটনার তীব্র নিন্দা জানায়।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, দুঃখজনকভাবে একটি মহল ও কিছু সামাজিক যোগাযোগমাধ্যম পরিকল্পিতভাবে উক্ত সহিংস ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিভ্রান্তিকর ও নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। তারা স্পষ্টভাবে বলেন, এ ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং সংগঠনটি কখনোই সহিংসতা বা নৈরাজ্যকে প্রশ্রয় দেয় না।

বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণ বান্দরবানে সুন্দর ও সুস্থ পরিবেশ বজায় রাখতে জামায়াতে ইসলামী অতীতেও প্রশাসনসহ সকল স্তরের সঙ্গে সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

একই সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী সম্পর্কে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সকল মহলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অগ্নিসংযোগ, জেলা জামায়াত, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন