বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

fec-image

করোনাভাইরাস প্রতিরোধে বান্দরবানে চলছে নানা প্রস্তুতি। এর অংশ হিসেবে রবিবার (২৯ মার্চ) বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে ৮হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

জেলার সাতটি উপজেলায় এসব হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এসময় থানচি উপজেলায় নগদ ৫০ হাজার টাকাও বিতরণ করে সংগঠনটি।

সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন জানান, পার্বত্যমন্ত্রী‘র সহযোগিতায় ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সচেতন করতে জীবাণু নাশক হাত ধোয়ার এ উপকরণ বিতরণ করি এবং থানচি বেশী দূর্গম এলাকা হওয়ায় সেখানে আমরা নগদ ৫০ হাজার টাকাও বিতরণ করেছি।

যেহেতু গণজমায়েত নিষেধ তাই আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করেছি।

উপজেলা প্রশাসন বাড়ি বাড়ি মানুষকে এসব উপকরণ পৌঁছে দেবে। এরমধ্যে রুমায় ৮০০টি, রোয়াংছড়িতে ৭০০টি, থানচিতে ৮০০টি, লামায় ১ হাজার, আলীকদমে ৮০০টি, নাইক্ষ্যংছড়িতে ৭০০টি এবং পৌর ও সদর উপজেলায় বাকীগুলো বিতরণ করেছি।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি খলিলুর রহমান সোহাগ, উপদেষ্টা আনিসুর রহমান সুজন ও মহিউদ্দীনসহ সংগঠনের নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, জীবাণু নাশক, জীবানুনাশক স্প্রে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন