parbattanews

বুদ্ধের অহিংস বাণী ধারণ করে মন থেকে হিংসা-নিন্দা পরিহার করতে হবে: কুজেন্দ্র লাল ত্রিপুরা

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা বনবিহারে ২০তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি থেকে নির্বাচিত সাংসদ এবং শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, ‘রাতভর কঠিন পরিশ্রম করে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় বুনার পর যদি মন থেকে হিংসা-নিন্দা পরিহার করা না যায়, তাহলে রাতভর কষ্টই বৃথা। তাই কঠিন চীবর দানের পাশাপাশি বুদ্ধের বাণী ‘অহিংস পরম ধর্ম’ বুকে ধারণ করতে হবে। মন থেকে হিংসা হানাহানি দুর করতে হবে।

গত শুক্রবার  দীঘিনালা বনবিহারে ২০তম মহান দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে, দীঘিনালা বনবিহারের কঠিন চীবর দান অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি হেমন্ত  প্রসাদ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন, বনভান্তের প্রধান শিষ্য নন্দপাল মহাস্থবির, অজলচোগ বনবিহারে অধ্যক্ষ সত্যসতি ভান্তে, সাধনাটিলা বনবিহারের অধ্যক্ষ বুদ্ধবংশ স্থবির প্রমুখ।

এর আগে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধপূজা, শিবলীপূজা, অষ্ট পরিষ্কার দান উৎসর্গ করা হয়।

Exit mobile version