বুধবার থেকে অফিস সকাল ৮টা থেকে ৩টা

fec-image

দেশে বিদ্যুৎ, জ্বালানি সাশ্রয় এবং যানজট পরিস্থিতি মোকাবেলায় আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। আর ব্যাংক চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ছুটি থাকবে দুই দিন।

সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।

জ্বালানির সংকট মোকাবেলায় গত ১৮ জুলাই প্রধানমন্ত্রী কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় সরকার। এর মধ্যে রয়েছে ১৯ জুলাই থেকে এলাকাভিত্তিক লোডশেডিং, দিনে এক-দুই ঘণ্টা লোডশেডিং, ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ, সপ্তাহে এক দিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প, রাত আটটার পর শপিং মল বন্ধ, সরকারি-বেসরকারি সভা হবে ভার্চুয়ালি এবং অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমানো। ইতোমধ্যে বেশির ভাগ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন