parbattanews

বৃষ্টিতে পরিত্যাক্ত ভারত-পাকিস্তান ম্যাচ

বৃষ্টিতে ভেসে গেল চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের বহুল কাঙ্ক্ষিত লড়াই।

এর আগে ভারতের ইনিংসেও দুইবার হানা দিয়েছিল বৃষ্টি। তবে ইনিংসটা শেষ করা গেছে বাধার পরও। ভারত ২৬৬ রানে অলআউট হয়। পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৬৭ রানের।

সেট দুই ব্যাটার ফেরার পর ভারতের বড় স্কোর গড়ার স্বপ্ন শেষ হয়ে যায়। শেষদিকে ভারতীয়দের চেপে ধরেন নাসিম-আফ্রিদিরা। ফলে ইনিংসের ৭ বল বাকি থাকতে ২৬৬ রানেই থেমে যায় ভারতের ইনিংস।

পাকিস্তানের শাহিন আফ্রিদি ৩৫ রানের বিনিময়ে ৪টি উইকেট। নাসিম শাহ ৩৬ আর হারিস রউফ ৫৮ রান খরচায় নেন তিনটি করে উইকেট।

হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের বিষয়ে সমঝোতায় পৌঁছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় রাখা হয় ভারত-পাকিস্তানের ম্যাচ। যে মহারণে বৃষ্টির বাধা ঠেলে ভারত ব্যাটিং করলেও ইনিংস শুরু করতে পারেনি পাকিস্তান।

Exit mobile version