বৃষ্টির বাঁধা উপেক্ষা করে রাঙামাটিতে তুমুল হরতাল পলিত

Rangamati Hortal-27

আলমগীর মানিক, রাঙামাটি:
গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে নিজ নিজ এলাকায় খন্ড খন্ড মিছিলের মধ্যদিয়ে টানা ৬০ ঘন্টা হরতালের প্রথমদিন পালন করছে রাঙামাটির ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। রোববার সকাল থেকে হরতালের সমর্থনে আঠারোদলীয় জোটের নেতাকর্মীরা কড়া পুলিশী পাহারায় শহরের বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল বের করে। এছাড়া কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাঙামাটিতে পালিত হচ্ছে শান্তিপূর্ণ হরতাল। সকাল থেকে হরতালের সমর্থনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে আঠারোদলীয় জোটের নেতাকর্মীর উপস্থিতি ছিলো লক্ষণীয়।

কড়া হরতালের কারনে সরকারী-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমা, স্কুল-কলেজ খোলা থাকলেও উপস্থিতি ছিলো একবারেই কম। রাঙামাটি জেলার অভ্যন্তরে ও দূর-পাল্লার কোনো প্রকার যানবাহন চলাচল করছে না। জেলার বিভিন্ন উপজেলা গুলোতেও হরতালের সমর্থনে পিকেটিং করছে আঠারো দলীয় জোটের নেতাকর্মীরা।

হরতালের শুরুতে শহরের রিজার্ভ বাজারে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন, রাঙামাটি পৌর যুবদলের সভাপতি মোঃ ইউছুপ চৌধুরী ও রাঙামাটি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন। কড়া পুলিশী পাহারায় মিছিলটি শহরের পুরাতন বাসষ্টেশন থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিজার্ভ বাজারের চৌমুহনী চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় স্বেচ্ছাসেবকদলের পৌর কমিটির নেতা নাছির উদ্দিন, জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা ফয়সাল, সোহাগসহ আঠারো দলীয় জোটের শতাধিক নেতাকর্মী উপস্তিত ছিলো। এছাড়া হরতালের সমর্থনে রাঙামাটি শহরের বনরূপায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শহরের পৌর চত্ত্বর থেকে শুরু হওয়া মিছিলের নেতৃত্বদেয়, রাঙামাটি জেলা ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি ফারুক হোসেন সাব্বির, যুবদল নেতা বাদশা আলম, ছাত্রদল নেতা অলি আহাদ, হাবিবুর রহমান হাবিব, জাবেদ ইকবাল প্রমুখ নেতৃবৃন্দ।

এদিকে হরতালের আগের রাতে গত শুক্রবার আঠারোদলীয় জোটের সমাবেশে হামলা পরবর্তী পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় কোতয়ালী থানার এস আই কামরুল ইসলাম বাদি হয়ে দায়েরকৃত মামলায় রিজার্ভ বাজার এলাকার পানের দোকানদার মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে গ্রেফতার করেছে পুলিশ।

রাঙামাটি কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এস আই আশরাফুল ইসলাম গ্রেফতারের কথা নিশ্চিত করে জানান, ঘটনার সময় ধারন করা ভিডিও চিত্র দেখে আসামীকে সনাক্ত করা হয়। এছাড়া গ্রেফতারকৃত আসামী মঞ্জু স্বীকার করেছে যে, শুক্রবারের ঘটনায় সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এনিয়ে শুক্রবারের ঘটনায় এপর্যন্ত দুইজনকে আটক করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ।

এদিকে রোববারের আঠারো দলীয় জোটের ডাকা হরতালে সহায়ক ভুমিকা পালন করছে গুড়ি গুড়ি বৃষ্টি। টানা হরতালে আঠারোদলীয় জোটের কড়া পিকেটিং আর লাগাতার বৃষ্টিতে পার্বত্যাঞ্চলের জনজীবনে নেমে এসেছে দূর্ভোগ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন