parbattanews

বৃহস্পতিবার হরতালের আওতামুক্ত থাকবে কঠিন চীবর দানোৎসব

সিনিয়র স্টাফ রিপোর্টার:
সারাদেশে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতাল চলাকালে খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসবে অংশগ্রহণকারীরা হরতালের আওতামুক্ত থাকবে। জেলার আলুটিলায় আলোক নবগ্রহ ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে বৃহস্পতিবার এ উৎসব অনুষ্ঠিত হবে।

এদিকে বুধবার সকাল ৬টা থেকে হরতাল শুরু হলেও জেলার কোথাও হরতালের প্রভাব পড়েনি। কোথাও পিকেটিংয়ের কোনো খবর পাওয়া যায়নি।

তবে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় যে কোন ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ছিল বলে স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছে। জেলা সদর থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে কোন যানবাহন ছেড়ে না গেলেও রাজধানী থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো সকালে বিনা বাধায় শহরে প্রবেশ করেছে। শহরে রিকশা ও অটোরিকশা চলাচল করছে এবং দোকানপাটও খোলা রয়েছে।

খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর সৈয়দ আব্দুল মোমিন পার্বত্যনিউজকে জানান, খাগড়াছড়ির আলুটিলায় আলোক নবগ্রহ ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বৃহস্পতিবার খাগড়াছড়িতে হরতাল শিথিল করা হয়েছে।

Exit mobile version