parbattanews

বৃহস্পতি ও রবিবার ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত

হরতাল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আপিল বিভাগে আমৃত্যু কারাদণ্ডাদেশ রায়ের প্রতিবাদের ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে দলটি।

বুধবার রায় পরবর্তী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের বরাতে এই কর্মসূচির কথা জানান প্রচার বিভাগের মো. ইব্রাহিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে ১৯ সেপ্টেম্বর শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টা হরতাল পালন করা হবে।

এরপর ১৯ সেপ্টেম্বর শুক্রবার সরকারের জুলুম থেকে পরিত্রাণের জন্য দেশে-বিদেশে সাঈদীর জন্য দোয়া অনুষ্ঠান করা হবে।
২০ সেপ্টেম্বর শনিবার দেশব্যাপী বিক্ষোভ আর ২১ সেপ্টেম্বর রবিবার ভোর ছয়টা থেকে ২২ সেপ্টেম্বর সোমবার ভোর ছয়টা পর্যন্ত আবারো ২৪ ঘণ্টা হরতাল কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী।
Exit mobile version