parbattanews

বেইলী ব্রিজ ভেঙ্গে আহত ৪, যান চলাচল বন্ধ

রাঙ্গামাটি-বান্দরবান সড়কের বাঙ্গালহালিয়া ইউনিয়নে পাথর বোঝাই ট্রাক উল্টে বেইলী ব্রিজ ভেঙ্গে ৪ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সকাল ৭টার দিকে রাঙ্গামাটি থেকে পাথর বোঝাই ওভারলোডিং করা একটি ট্রাক বেইলী ব্রিজে উঠলে বিকট শব্দে ব্রিজ ভেঙ্গে পড়ে যায়। এসময় সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক একজনকে উদ্ধার করে রাঙ্গুনীয়া সারজা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা, ইউপি সদস্য নজরুল ইসলাম, বান্দরবান সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মসলেহ উদ্দীন, রাঙ্গামাটি সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ কামরুজ্জামান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। বেইলী ব্রিজ ভেঙ্গে যাওয়ার ফলে বর্তমানে রাঙ্গামাটি বান্দরবান সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে।

বান্দরবান সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মসলে উদ্দীন জানান, আমরা তাৎক্ষণিকভাবে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক দ্রুত বিকল্প সড়কের মাধ্যমে সড়ক যোগাযোগ শুরু করতে পারি। ঘটনার পর পর বিকল্প রাস্তার কাজ শুরু হয়েছে।

Exit mobile version