parbattanews

বেকারত্ব দূরীকরণে তথ্য প্রযুক্তি নির্ভর ও কারিগরি শিক্ষা অর্জনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে

রামু প্রতিনিধি:

রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম বলেছেন, শিক্ষিত জনগোষ্ঠী তৈরি না হলে দেশ পিছিয়ে যাবে। বেকারত্ব দূরীকরণে তথ্য প্রযুক্তি নির্ভর ও কারিগরি শিক্ষা অর্জনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। মানসম্মত শিক্ষার মাধ্যমে প্রতিটি নাগরিককে গড়ে তোলা কেবল সরকারের নয়, অভিভাবক-শিক্ষকদেরও অন্যতম নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। যে কারণে পড়াশোনা এখন আগের মতো নেই। সরকার শিক্ষা অর্জনের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সর্বাধিক বরাদ্দ দিয়েছে। আবার দেশের বিদ্যালয়হীন গ্রামগুলোতে নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করছে।

উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বুধবার (২৪ জানুয়ারি) বিকালে রামুর গর্জনিয়া আদর্শ শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, প্রবীন শিক্ষাবিদ জয়নাল আবেদিন ও আবদুল আলীম, বাইশারী কেজি স্কুলের অধ্যক্ষ মাস্টার আবু নাছের, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজী আরিফ উদ্দিন প্রমুখ।

শুরুতে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম। আওয়ামী লীগ নেতা ইয়াহিয়া সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল, জুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ ফইজুল্লাহ, উপজেলা যুবলীগ নেতা নবীউল হক আরকান, থোয়াংগেরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল, সহকারী শিক্ষক ধীমান হোছাইন, আলী হোছাইন, সাংবাদিক সোয়েব সাঈদ, পূর্ব জুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম, জুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আমির হোসাইন, ইউপি সদস্য আজিজুল হক সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।

Exit mobile version