parbattanews

বেগম রোকেয়া ও একুশে পদকপ্রাপ্ত দম্পত্তিকে সেনাবাহিনীর পক্ষ থেকে আবাসন নির্মাণ

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়িতে বেগম রোকেয়া পদকপ্রাপ্ত অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা শোভা রাণী ত্রিপুরা ও একুশে পদক প্রাপ্ত মংছেনছিন রাখাইন দম্পতিকে মহালছড়ি সেনা জোন এর অর্থায়নে একটি টিনশেড পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার(২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় নির্মাণকৃত ঘরটি উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মোসতাক আহম্মদ, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি নুরুল আজম, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জিতেন বড়ূয়া।

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত শোভারাণী ত্রিপুরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমনি প্রতিটি মানুষের কল্যাণে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন তেমনি বাংলাদেশ সেনাবাহিনীও শান্তি শৃংখলা রক্ষার পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

উদ্বোধনী বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক বলেন, পার্বত্য চট্টগ্রামের ছোট্ট একটা উপজেলার এক পরিবারে স্বামী ও স্ত্রী উভয়েই একুশে পদক ও বেগম রোকেয়া পদক পাওয়া পরম সৌভাগ্যের ব্যাপার। তাই এ গুণি দম্পতির সম্মানার্থে সেনাবাহিনী এ আবাসন ব্যবস্থা করেছেন। যা পার্বত্য চট্টগ্রামে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

Exit mobile version