parbattanews

‘বেগম রোকেয়া দেশের প্রতিটি নারীকে জাগ্রত করেছেন’

বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি

বেগম রোকেয়া এ সোনার বাংলার এক মহিয়সী নারীর নাম। এ মহিয়সী নারী শিক্ষা দীক্ষা ও সমাজ গঠনে মহিলাদের পথ দেখিয়ে গেছেন। তাই দেশজুড়ে প্রতি বছর এ দিবসটি যথাযোগ্যভাবে পালন করা হয়।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বড়ইছড়ি এক র‌্যালি ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

তিনি বলেন, খ্যাতিনামা এ মহিয়সী নারী দেশের প্রতিটি নারীকে জাগ্রত করেছেন। শিক্ষা, কর্মে ও নামে চিরদিন এ নারীর কথা সকলে স্মরণ করে থাকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাদির আহমেদ, কর্ণফুলী সরকারি কলেজ অধ্যক্ষ এএইচ এম বেলাল চৌধুরী, মহিলা ভাইস চেয়াম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিরউদ্দীন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডঃ প্রবীর খিয়াং, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও মুক্তিযোদ্বা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী প্রমুখ।

Exit mobile version