parbattanews

বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে

Capture copy

গুইমারা প্রতিনিধি:

খাগড়াছড়ির নবসৃষ্ট গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকে বৃষ্টি বাধা হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে। লাইনে দাঁড়িয়ে পাহাড়ি-বাঙ্গালী ভোটাররা ভোট দিচ্ছেন। প্রচুর বৃষ্টি ও প্রতিকুল আবহাওয়ার কারণে সকাল প্রায় ১১টা পর্যন্ত কেন্দ্রে ভোটার উপস্থিতি খুব কম ছিল। এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে অত্যন্ত শান্তিপূর্নভাবে। উপজেলার ১৪টি কেন্দ্রের কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচনে ভোটাররা যাতে তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে তার জন্য স্টাইকিং ফোর্স হিসেবে তিন স্তরের বাহিনী বেষ্টনী রয়েছে। ১১জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের পাশাপাশি ৩ প্লাটুন বিজিবি, র‌্যাবের দুটি বিশেষ টিম, পুলিশ বাহিনীসহ আনসার ও ভিডিপি সমস্যদের পাশাপাশি প্রত্যন্ত দুর্গম এলাকাগুলোতে সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে।

প্রথম গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪টি ভোট কেন্দ্রের ৯৮টি বুথে ২৭ হাজার ৯৯২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪, ৩৬৭ জন, ও নারী ভোটার ১৩ হাজার ৬২৫ জন।

Exit mobile version