parbattanews

বৈধতা পেলো কচ্ছপিয়া ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীর মনোনয়ন


নিজস্ব প্রতিনিধি :
ব্যাংক হিসাবের কাগজপত্র না পাওয়ার অভিযোগে মনোনয়ন বাদ হয়ে যাওয়া রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আবু মো. ইসমাইল (নোমান) এর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দিয়েছে নির্বাচনী আপিল কর্তৃপক্ষ।

দীর্ঘ শুনানী শেষে বুধবার ১ মে দুপুরে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মো. মোজাম্মেল হোসেন বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধতা দেন।

জানা গেছে, আগামী ২৮ মে কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু মো. ইসমাইল (নোমান) তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম জমা দেন। কিন্তু ৫মে মনোনয়ন যাচাই বাছাই শেষে রির্টানিং অফিসারের দায়িত্ব প্রাপ্ত রামু উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: রূপেন চাকমা বিএনপি প্রার্থীর নির্বাচনী ব্যায় সংক্রান্ত ব্যাংক হিসাবের কাগজপত্র পায়নি বলে মনোনয়ন ফরম বাতিল করেন। যদিওবা মনোনয়ন ফরমের ৪নং ক্রমিকে নাইক্ষ্যংছড়ি সোনালী ব্যাংক লি: শাখার ৩৩০০৫১৭৫ নম্বর হিসাবের তথ্য লিপিবদ্ধ ছিল এবং ঐ হিসাবটি গত ২/০৫/২০১৬ খোলা হয়েছিল।

একই দিন অপর স্বতন্ত্র প্রার্থী জাকের আহামদের মনোনয়নটিও বাতিল করা হলে একক প্রার্থী হিসেবে মাঠে ছিলেন আওয়ামীলীগের নুরুল আমিন কোম্পানী। পরবর্তী প্রার্থী বাতিলের বিষয়ে গত ৯ মে দুপুর ২টায় শুনানী শেষে গতকাল বুধবার আবু মো: ইসমাইল নোমান এর প্রার্থীতা বহাল রাখে আপিল কর্তৃপক্ষ জেলা নির্বাচন দপ্তর।

এ বিষয়ে বিএনপি প্রার্থী আবু মো. ইসমাইল নোমান বলেন, ‘‘আওয়ামীলীগের আকাশচুম্বী প্রতিবন্ধকতার শক্ত প্রাচীর ভেঙ্গে কচ্ছপিয়ার জনগণের মাঝে আমি ফিরে আসতে পারায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি’’। এসময় তিনি নির্বাচন কমিশন, প্রশাসনসহ কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল এবং বিএনপি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Exit mobile version