parbattanews

 বৈসাবি উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে ত্রিুপরা জনগোষ্ঠীর বয়োজ্যেষ্ঠদের স্নান করিয়ে বস্ত্র বিতরণ

Khagrachari Pic 01 (4) copy

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

বৈসাবি উৎসবের ৪র্থ দিনে বয়োজ্যেষ্ঠদের স্নান করানো ও বস্ত্র বিতরণের মতো  ভীন্নধর্মী আয়োজন করেছে ত্রিপুরা জনগোষ্ঠী। শনিবার সকালে খাগড়াছড়ির নয়মাইল নিম্ন মাধ্যমিক স্কুল মাঠে স্থানীয়রা  গ্রামের ৫০জন বয়োজ্যেষ্ঠদের একসঙ্গে স্নান করিয়ে ভক্তিভরে প্রনাম করে দেয়া হয় নতুন বস্ত্র।

আজ ছিল ত্রিপুরা সম্প্রদায়ের বিসিকাতাল। এত দিন  উৎসবের এ দিনে ত্রিপুরা নিজ নিজ ঘরে সন্তানরা মা-বাবাকে স্নান করিয়ে আর্শিবাদ নেওয়ার রীতি থাকলেও এবার গ্রামের সব বয়স্কদের নিয়ে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করে নয়মাইল এলাকার বাসিন্দারা।

স্নান অনুষ্ঠানে পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন কান্তি ত্রিপুরা, মৃনাল কান্তি ত্রিপুরা, আয়োজক কমিটির আহ্বায়ক গনেশ চন্দ্র ত্রিপুরা, দিনা ত্রিপুরাসহ স্থানীয়রা অংশ নেন। আজ বৈসাবি উৎসবের অংশ হিসেবে ত্রিপুরা সম্প্রদায় বিসিকাতাল, মারমা সম্প্রদায় আক্যে উৎসব পালন করছে।

Exit mobile version