parbattanews

বৈসাবি বরণের শেষ মূহুর্তে মানিকছড়িতে ‘ধ’ ও পানি খেলার মহোৎসব

IMG_

মানিকছড়ি প্রতিনিধি :

বৈসু, সাংগ্রাই বিজু (বৈসাবি) ও পহেলা বৈশাখকে বরণের শেষ মূহুর্তে মানিকছড়ির ঐতিহ্যবাহী মহামুনি চত্বরে বুধবার উপজাতিদের ‘ধ’ বা গিলা ও পানি খেলায় মেতে উঠেছিল তরুণ-তরুণীরা।

১৮৩৮ সালে মং সার্কেল নিয়ন্ত্রিত খাগড়াছড়ি অঞ্চলের মানিকছড়িতে প্রথম উপজাতিরা বাংলা বর্ষকে বিদায় ও বরণে হরেক আয়োজন শুরু করে। এর ধারাবাহিকতায় এবার এ অঞ্চলের মারমা, ত্রিপুরা ও চাকমারা বাংলা বর্ষকে বিদায় ও বরণে সপ্তাহ ব্যাপি নানা ধরণের আয়োজন করে। 

বুধবার বৈসাবীর শেষ মূহুর্তের পরন্ত বিকালে মহামুনি চত্বরে শুরু হয় তাঁদের পরিচিত খেলা ‘ধ’ বা গিলা এবং পানি খেলা। খেলা দেখতে সেখানে উপস্থিত হয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা। অতিথির মধ্যে ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মামুন, উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, ইউ.এন.ও সনজীদা শরমিন, গচ্ছাবিল ২৯ আনসার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মো. মইনুল ইসলাম ও.সি কেশব চক্রবর্তী প্রমূখ।

উপজাতিদের ঐতিহ্যবাহি এ খেলায় উপজেলার বিভিন্ন গ্রামে-গ্রামে ও অনুষ্ঠিত হয়েছে। উপজাতি নেতা, কার্বারী, হেডম্যান ও জনপ্রতিনিধিরা এলাকার তরুণ-তরুণীদের নিয়ে দিন ব্যাপি এ খেলার অয়োজন করেছিল।

Exit mobile version