parbattanews

বৈসাবী উপলক্ষ্যে ৪ দিনের সরকারী ছুটি মন্ত্রীসভায় অনুমোদন

বৈসাবী

স্টাফ রিপোর্টার:

বৈসাবী উপলক্ষে চারদিনের ঐচ্ছিক ছুটি ঘোষণা করেছে মন্ত্রীসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তিন পার্বত্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ যাতে সুন্দরভাবে বৈসাবী উৎসব পালন করতে পারে সে লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। তিন জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা এখন থেকে ১২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ছুটি পালন করতে পারবে বলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা পার্বত্যনিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৪ এপ্রিল সরকারী ছুটি, ১৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি নেয়া যেত। এর সাথে দুইদিন যুক্ত হয়ে একাদিক্রমে চারদিন ছুটি পালন করা যাবে। তিনি আরো বলেন, পার্বত্যবাসীর প্রতি প্রধানমন্ত্রীর ভালবাসার বহি:প্রকাশ এই ছুটি।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বৈসাবী উপলক্ষে চার দিনের ছুটি দাবী করে সরকারের কাছে আবেদন করেছিলেন।

Exit mobile version