parbattanews

বৈসুর প্রধান আকর্ষণ ত্রিপুরাদের গরিয়া নৃত্য

বৈসুতে পাড়ায় পাড়ায় জমে উঠে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গরিয়া নৃত্য। গরিয়া নৃত্যতে ত্রিপুরা সম্প্রদায়ের সুখ, আনন্দ ও সমৃদ্ধি কাব্যই ভেসে উঠে। এটি ত্রিপুরাদের আদি ঐতিহ্য। দেবতা গরিয়াকে মুগ্ধ করতেই এই নৃত্য পরিবেশন করে। নৃত্যে অংশগ্রহণকারীদের খেরবাই নামে ডাকা হয়। কোন বাড়ির উঠানে প্রবেশ করার সাথে সাথে নির্দিষ্ট কিছু সংকেতিক আওয়াজের মাধ্যমে শুরু করে পরিবেশনা। প্রতিবেশীরা বাড়ির উঠানের চারিপাশে দাড়িয়ে উপভোগ করে গরিয়া।

বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী পরেশ ত্রিপুরা, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী প্রবীণ ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারী কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সুজন ত্রিপুরা ভাইবোনছড়া হেডম্যান টিলা এলাকার গরিয়া নৃত্য দলের সদস্য। তাদের দলনেতার নাম রনজিৎ ত্রিপুরা। তারা জানান, খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউপির ছোটপাড়া, হরিকুঞ্জ পাড়াসহ বিভিন্ন এলাকায় নৃত্য পরিবেশন করে থাকে। তারা আরও জানান, ত্রিপুরা সংস্কৃতির সাথে গরিয়া নৃত্য ওতপ্রোতভাবে জড়িত। বহুল প্রচারের লক্ষে প্রতিবছর গরিয়া নৃত্যের আয়োজন করা হয়। গড়িয়ার আবহে মূলত জুমভিত্তিক কৃষির কথা বলা হয়। গরিয়া দেবতাকে কৃষির দেবতাও বলা হয়। তাদের বিশ্বাস গরিয়া দেবতাকে পূজা করলে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পায়। এই চেতনা থেকে বছরের শেষপ্রান্তে বর্ষের সুখ-দুঃখ,ব্যথা-ব্যদনাকে পিছনে ফেলে নতুন বছরে নতুন উদ্যমে কর্মে ঝাঁপিয়ে পড়ার প্রতিজ্ঞায় গরিয়া নৃত্য পরিবেশন করে।

Exit mobile version