parbattanews

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙামাটিতে ধর্মীয় শোভাযাত্রা

Rangamati 1
রাঙামাটি সংবাদদাতা:
বৌদ্ধ পূর্নিমা উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটিতে শোভাযাত্রা ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পার্বত্য ভিক্ষু সংঘ পৌর কমিটির উদ্যোগে সকালে শহরে বের করা হয় বর্নাঢ্য ধর্মীয় শোভাযাত্রা।

শহরের কাঠালতলীস্থ মৈত্রী বিহার এলাকা থেকে তবলছড়ির আনন্দ বিহার পর্ষন্ত এক বর্নাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। শোভার যাত্রার উদ্ধোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

এ সময় পার্বত্য ভিক্ষু সংঘের রাঙামাটি পৌর কমিটির সভাপতি শ্রীমৎ সত্যানন্দ মহাস্থবির, জ্ঞানলোক মথাথেরো, সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা প্রমুখ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে।

এ সময় বৌদ্ধ ভিক্ষুরা ছাড়াও বৌদ্ধ নারী-পুরুষরা জাতীয় পাতাকা ও বৌদ্ধ পাতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে আনন্দ বিহারে এক ধর্মীয় সভার আয়োজন করা হয়।

Exit mobile version