হোম কোয়ারেন্টাইন ব্যক্তিদের সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার

fec-image

রাঙ্গামাটিতে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দিয়েছেন সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শহরের চম্পকনগর, ভেদভেদী, কলেজ গেইট, রিজার্ভ বাজার ও তবলছড়িসহ বিভিন্ন এলাকায় ১১২ জন ব্যক্তিদের মাঝে এই উপহার বিতরণ করেন রাঙ্গামাটি সেনা রিজিয়ন।

এসময় উপস্থিত ছিলেন, রিজিয়নের জি টু মেজর মহিউদ্দিন ফারুকসহ সেনা সদস্যরা।

রাঙ্গামাটি রিজিয়ন সূত্রে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ও জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে জেলা প্রশাসসনের ম্যাজিস্ট্রেটগণের সমন্বয়ে মাঠে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী।

এছাড়াও জনসাধারণের জন্য দুই হাজার মাস্কসহ শহরের বিভিন্ন স্থানে হাত ধোয়ার জীবাণুনাশক বেসিন স্থাপন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, রাঙামাটি, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন