parbattanews

ব্যবসায়ী নাসিরের উপর গুলিবর্ষণের প্রতিবাদে নাগরিক পরিষদের মানববন্ধন

খাগড়াছড়ির পানছড়িতে বাঙালি ব্যবসায়ী নাসিরের উপর গুলিবর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গী স্কোয়ারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ঘটনার জন্য ইউপিডিএফ প্রসীত গ্রুপের সন্ত্রাসীদের দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আবু তাহের পৌর কাউন্সিলার ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা কাউন্সিলর আব্দুল মজিদ, ইঞ্জিনিয়ার মো. লোকমান, আসাদ উল্লাহ প্রমুখ।

বক্তারা ৩৬ হাজার বাঙালির হত্যাকারী সন্তু লারমাসহ পাহাড়ের সকল সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান। অন্যথায় পাহাড়ের শান্তিকামি সকল নাগরিককে নিয়ে পার্বত্য চট্টগ্রামকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় জেলার পানছড়ি উপজেলার মরাটিলা নামক স্থানে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা মো. নাসিরের উপর গুলি চালায়। গুরুতর আহত নাছির বর্তমানে চট্রগ্রামে মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে।

Exit mobile version