parbattanews

ব্যাংকে হামলার আগে কেএনএফ বৈদ্যুতিক উপকেন্দ্র বন্ধ করে দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে লুটপাটের জন্য ঢোকার আগে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বৈদ্যুতিক উপকেন্দ্র বন্ধ করে দেয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, বিদ্যুতের উপকেন্দ্র বন্ধ করে পরে তারা সোনালী ব্যাংকের দিকে অগ্রসর হয়। সেখানে পুলিশ মোতায়েন ছিল। পুলিশ সদস্যের বেশির ভাগ এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক স্থানীয় মসজিদে তারাবিহর নামাজে ছিলেন।’

বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকের শাখায় হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এরপর আজ বুধবার দুপুরে বান্দরবানের থানচিতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের দুটি শাখায় হামলা চালিয়ে ভল্ট ভাঙ্গতে না পারলেও গ্রাহকদের কাছ থেকে ১৭ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টার সঙ্গে কেএনএফ সদস্যরা জড়িত রয়েছে।

তিনি বলেন, তারা সোনালী ব্যাংকের ম্যানেজারকে (ব্যবস্থাপক) জিম্মি করে নিয়ে গেছে। কেনএনএফ দেশের জঙ্গিদের সঙ্গে আঁতাত করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল। সেনাবাহিনী ও র‍্যাব অভিযান চালিয়ে তাদের সরিয়ে দিয়েছিল।

তিনি আরো বলেন, ‘ইদানীং আমরা দেখছিলাম, কুকি-চিন আবার বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছিল। আজ দিনে দেখলাম কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে হামলা করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে এসব অপশক্তির বিরুদ্ধে অপারেশন চলছে। বিজিবি ও পুলিশ সেখানে গোলাগুলি করছে। কত টাকা নিয়েছে, ক্ষয়ক্ষতি কত এখনো বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

Exit mobile version