parbattanews

বান্দরবানে সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজারকে উদ্ধার

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক শাখার অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে ৪৫ ঘণ্টা পর উদ্ধার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রুমা বেথেল পাড়া থেকে যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়। সন্ধ্যায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে র‌্যাবের মধ্যস্থতায় উদ্ধার করা হয়েছে।’

এ বিষয়ে বিস্তারিত পরে জানাবেন বলে জানায় র‌্যাব।

গত মঙ্গলবার (২ এপ্রিল) রাতে তারাবিহ নামাজ চলাকালে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কেএনএফ রুমা উপজেলার সোনালী ব্যাংক শাখায় হানা দেয়। এ সময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট করে ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে মসজিদ থেকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে বৃহস্পতিবার অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধারের জন্য মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করে কেএনএফ।

রুমার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম জানান, সোনালী ব্যাংকে ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও ভালো আছেন।

Exit mobile version