parbattanews

ব্রিটেনের নির্বাচনে রেকর্ড সংখ্যক মুসলিম প্রার্থী বিজয়ী

108782_1

আন্তর্জাতিক ডেস্ক:
ব্রিটেনের ৫৬ তম সাধারণ নির্বাচনে মুসলিম প্রার্থীরা এমপি অধিক সংখ্যক নির্বাচিত হয়ে অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছেন। রেকর্ড সংখ্যক মুসলিম প্রার্থী এমপি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২৪ মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ১৩ জন বিজয়ী হন। এদের মধ্যে আবার ৮ জনই নারী।

এর আগে ২০১০ সালের নির্বাচনে ৮ জন মুসলিম প্রার্থী এমপি নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচিত ১৩ জনের ৯ জনই নির্বাচিত হয়েছে লেবার পার্টি থেকে।

গত বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ফল ঘোষিত হয় শুক্রবার।

বিজয়ী মুসলিম প্রার্থীদের তালিকা-

টিউলিপ সিদ্দিক(লেবার পার্টি)
ডক্টর রুপা হক (লেবার)
তাসনিমা আহমেদ শেখ(এসএসপি)
নুশরাত ঘানি(কনজারভেটিভ)
নাজ শাহ(লেবার)
ইমরান হুসাইন(লেবার)
রুশনারা আলী(লেবার)
খালিদ মাহমুদ(লেবার)
শাহবানা মাহমুদ(লেবার)
ইয়াসমিন কুরাইশি(লেবার)
সিদ্দিক খান(লেবার)
রেহমান চিশতি(কনজারভেটিভ)
সাজিদ জাভিদ(কনজারভেটিভ)
সূত্র: দ্য মুসলিম নিউজ

Exit mobile version