parbattanews

বড়দিন উপলক্ষে আলীকদমে চাল বিতরণ

বান্দরবানের আলীকদমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শুভ বড়দিন উদযাপন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে ডি.ও চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব চাল বিতরণ করা হয়।

এসময় আলীকদম উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ,উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান,২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের কফিল উদ্দিন, ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রোসহ বিভিন্ন পাড়ার খ্রীস্টান ধর্মাবলম্বীরা।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ বলেন, আলীকদম উপজেলার বিভিন্ন এলাকার খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উদযাপন উপলক্ষ্যে ৫০টি গীর্জায় চাউল বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রতি গীর্জায় ৫০০ কেজি করে ২৫ মেট্রিক টন ডি.ও চাউল বিতরণ করা হয়েছে।

Exit mobile version